Social Icons

Friday, August 29, 2014

XAMPP ও phpmyadmin এর সাথে পরিচিতি

আমরা যারা PHP MySQL নিয়ে কাজ করব, তাদেরকে অবশ্যয় এপাচি সার্ভার এবং phpmyadmin নিয়ে কাজ করতে হবে।তাই এদের সাথে একান্তভাবে পরিচিত হতে হবে।কারন এদের ছাড়া আপনি PHP MySQL নিয়ে কাজ করতে পারবেননা। চলুন পরিচিত হওয়া যাক।
আমরা একটি সার্ভার ও ডাটাবেজ প্যাকেজ XAMPP এর সাথে পরিচিত হব। এর XAMPP সার্ভার আপনি https://www.apachefriends.org থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী। XAMPP সার্ভার ডাউনলোড করে সেটি আপনি সেটাপ করে নিন তাহলে আপনি নিচের চিত্রের মত কন্টোল প্যানেল পেয়ে যাবেন।
XAMPP Control Panel

Saturday, August 16, 2014

PHP ও MySQL এর সমন্ময় ব্যবহার

PHP MySQL একে অপরের সাথে কিভাবে যুক্ত ও কিভাবে একত্র হয়ে কাজ করে সেটা জানার আগে আপনাকে জানতে হবে PHP MySQL কি ? আগে তাদের সাথে পরিচয় হওয়া যাক।

PHP

 
PHP এর পুরো নাম Hypertext Pre-processor. এটি একটি Server side scripting language যার মানে PHP তে তৈরি করা কোন প্রোগ্রাম চালাতে হলে আপনার একটি সার্ভা্র লাগবে। সার্ভারটি হল এপাচি (Apache).

Sunday, August 3, 2014

প্রোগ্রামারদের জন্য কিছু সাধারন টিপসের অনন্য ব্যবহার

কম্পিউটার প্রোগ্রামারদের অনেক সময় এমনসব কিছু ভুলত্রুটির সম্মুক্ষিন হতে হয় তখন মনে হয় নিজের মাথার চুল নিজে ছিড়িকারন একটি বড় প্রোগ্রাম করার সময় এমন একটি ত্রুটি কম্পাইলার আপনাকে দিল এবং বলল এত নম্বর লাইনে এই ক্রটিটি আছে সেই লাইনে গিয়ে আপনি দেখছেন সেখানে কোন ত্রুটি আপনার নজরে পড়ছে না, কিন্তু্ ত্রুটি আছে বিধায় আপনার প্রোগ্রাম রান হচ্ছে না তাহলে কেমন লাগতে পারে? এই প্রশ্নটি আপনাদের জন্য থাকল আমাদের ফেজবুক পেজে কমেন্ট করে জানাবেন আসুন দেখি এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করা যায়
Programming Practice

Wednesday, July 23, 2014

প্রোগ্রামারদের মাথা নষ্ট করে কিছু সাধারন ভুল ত্রুটি


মানুষ মাত্রই ভূল করে আর প্রোগ্রামারতো মানুষের বাইরে না। সুতরাং প্রোগ্রামার ভুল করতেই পারে তাদের প্রোগ্রামের ভেতরে। আর যারা নতুন প্রোগ্রামিং করছে তাদের এই সকল ভুলগুলো হওয়াটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। অনেক সময় এই সকল সাধারন ছোট ভুলগুলো নতুনদের কাছে অনেক বড় জটিলতা তৈরি করতে পারে তাদের প্রোগ্রামের ভেতরে, তাই নতুন প্রোগ্রামারদের এই ভুলক্রটি কিভাবে হয় এই বিষয়গুলো জেনে রাখতে হবে তাহলে প্রোগ্রাম করতে কোন সমস্যা হবে না।
Programming error
Programming Error

Monday, July 21, 2014

কম্পিউটার প্রোগ্রামিং এর কিছু সাধারন মৌলিক বিষয়

আপনি যদি কম্পিউটার প্রোগ্রামিং করতে চান তাহলে প্রোগ্রামিং এর কিছু সাধারন বিষয় জানতে হবে। প্রথমে জানতে হবে প্রগ্রামিং কাকে বলে? কম্পিউটার নিজে থেকে কোন কাজ করতে পারে না তাকে বলে দিতে হয় সে কি করবে, তাকে বিভিন্ন কাজের নির্দেশ দেয়া হয় এবং সে সেই নির্দেশ অনুযায়ী কাজ করে। তাহলে প্রোগ্রাম হচ্ছে কিছু নির্দেশনার সমষ্টি যার মাধ্যমে কম্পিউটার সেই প্রোগ্রামের কাজগুলো করে থাকে। এই প্রোগ্রাম গুলো কোডিং এর মাধ্যমে করারকে বলে প্রোগ্রামিং এবং যে এই প্রোগ্রামিং করে তাকে প্রোগ্রামার বলা হয়।

Computer Programming
Computer Programming