Social Icons

Wednesday, July 2, 2014

এসো ওয়েব পেইজ ডিজাইন শিখি

এখন আমরা যেই সময়ে বসবাস করছি এবং আমাদের কাজের মাধ্যম গুলোতে, সবজয়গাতেই আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকে এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গমন কতে থাকে অনেক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য বা শখের বসে।কারো মনের ভেতর হয়ত কখন প্রশ্ন আসতে পারে এই সকল সুন্দর সুন্দর ওয়েবসাইটগুলো তৈরি হয় কিভাবে…?
হ্যাঁ, চাইলে আপনিও পারেন এমন সুন্দর ওয়েবসাইট তৈরি করতে। সেই জন্য আপনার কোন উচ্চতর ডিগ্রী লাভ করতে হবে না, শুধু প্রয়োজন হবে একটু অনুশিলনের ও একটু পড়াশুনার ও একটু মনোযোগ। তাইলেই আপনিও নিজেকে গড়ে তুলতে পারবেন একজন সফল ওয়েব পেইজ ডিজাইন হিসেবে।


ওয়েবপেইজ ডিজাইন শেখার জন্য আপনাকে কম্পিউটার সায়েন্স পড়তে হবে না। এটার কোন বাধ্যবাধকতা নেই।আমার মতে অন্যন্য প্রোগ্রাম তৈরির তুলনায় ওয়েবসাইট ডিজাইন অনেক সহজ, এটা আমার দৃষ্টিকোন থেকে আমার মতামত। আমরা ছোট ছোট করে ভাগ করে এক একটা ধাপ করব যাতে সবার বুঝতে সুবিধা হয় কিভাবে ডিজাইনগুলো করতে হয়। আমি চেষ্টা করব আপনাদেরকে সহজ ভাবে বুঝানোর জন্য।
আজকে আপনাদের শুধু বলব ওয়েব পেইজ তৈরি করার জন্য কিকি শিখব,

  • HTML
  • CSS
  • PHP
  • MySQL
  • Jquery
  • ও বিভিন্ন প্লাগইনস এর ব্যবহার
আমরা যদি এই কয়েকটি বিষয় নিয়ে ভাল করে শিখতে পারি তাহলেই একজন ভালমানের ওয়েবপেইজ ডিজাইনার হওয়া সম্ভব।সুতরাং আমরা চেষ্টা করব এই সকল বিষয়গুলো মনোযোগ সহকারে শিখার জন্য।
সুতরাং আগামী দিন থেকে আমরা ওয়েবপেইজ এর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
সবাই ভালো থাকবেন।

No comments:

Post a Comment