Social Icons

Wednesday, July 2, 2014

স্যামসাং গ্যালাক্সি এস5 মিনি আসছে বাজারে

স্যামসাং নিয়ে এল তাদের গ্যালাক্সি মিনি সিরিজের স্মাটফোন গ্যালাক্সি এস5। অনেক দিন থেকেই এই ফোনটি বাজারে আসবে বলে গুন্জন শোনা যাচ্ছিল। এবার সব গুন্জন শেষ করে অবশেষে বাজারে আসছে স্যামসাং এর গ্যালাক্সি এস5 মিনি।

গ্যালাক্সি এস5 এর সাথে এস5মিনি এর পার্থক্য হচ্ছে এর ডিসপ্লে,
ক্যামেরা ও প্রসেসর। এস 5 মিনিতে আছে সাড়ে চার ইন্ঞি মাপের এইচডি ডিসপ্লে যা এস5 এর 5.1 ইন্ঞি মাপের চেয়ে আকারে ছোট। ক্যামেরার ক্ষেত্রে এই মিনিতে থাকছে আট মেগাপিক্সেল এর ক্যামেরা আর প্রসেসর হিসেবে থাকছে কোয়াড কোর 1.4 গিগাহাজ।


এস৫ এর মতোই মিনি স্মার্টফোনটিতে ফিংগারপ্রিন্ট সেন্সর হার্ট রেট মনিটর রেখে দিয়েছে স্যামসাং এটি আইপি৬৭ সনদ পেয়েছে যার অর্থ এট ধুলা পানি রোধী এতে অন্যান্য হার্ডওয়্যারের মধ্যে রয়েছে . জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬৪ জিবি মাইক্রোএসডি সমর্থন, এলইডি ফ্ল্যাশ, . মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, দুই হাজার১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি. ওয়াই-ফাই, ব্লুটুথ .. মাইক্রো ইউএসবি, এনএফসি. টুজি.থ্রিজি ফোরজি সুবিধা অ্যান্ড্রয়েড কিটক্যাট নির্ভর এই স্মার্টফোন দাম এখনও ঘোষণা করেনি স্যামসাং  

No comments:

Post a Comment